রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা-পুলি ও বসন্ত উৎসব অনুষ্ঠিত

FB IMG 1708190287202

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : মেয়েরা রং-বেরঙের শাড়ী, বাহারী সাজ আর মাথায় ফুলের খোঁপা, ছেলেদের পড়নে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবী পড়ে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মেতেছিল পিঠা-পুলি আর বসন্ত উৎসবে। শিক্ষার্থীদের সাথে উৎসবের রঙে মেতে উঠেন শিক্ষক-শিক্ষিকারা। বাসন্তী হাওয়ার দোলায় চড়ে উৎসবের রঙিন আভায় মেতেছিল সকলেই। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বড়ুয়ার সভাপতিত্বে ও কলেজের অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরী, সহকারী অধ্যাপক আহমদ হোসাইন ও অধ্যাপিকা রাজিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাবিদ আহম্মদ, অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, আলোচনা সভায় অংশ নেন, গভর্নিং কমিটির সদস্য মাকসুদ আহমদ, জাহাঙ্গীর সিকদার, মাহাবুবুল আলম, সাবেক উপাধাক্ষ্য সৈয়দ উদ্দিন আহম্মদ,পথেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর আহম্মেদ,প্রভাষক নাজমুন আখতার, প্রভাষক সেলিম আহমেদ, প্রভাষক নীলুফার সুলতানা,মুহাম্মদ ইয়াছিন, শিক্ষক পরিষদের আহবায়ক মুহাম্মদ এসকান্দর আলম, প্রভাষক মুহাম্মদ ইসমাঈল, প্রভাষক শামীমা আকতার, প্রভাষক আমেনা বেগম, বসন্ত প্রস্তুুতি কমিটির আহবায়ক মুহাম্মদ আবু তৈয়ব, অফিস সহকারী নুরুল আবছারসহ আরো অনেকেই। সভাশেষে প্রধান অতিথি উপস্থিত সূধীজনদের সাথে নিয়ে কলেজ মাঠের চারপাশে স্থাপিত শিক্ষার্থীদের পিঠাপুলির স্টলগুলো পরিদর্শন করেন। কলেজ মাঠের স্টলে রকমারি ডিজাইন আর সুস্বাধু পিটা-পুলির পসরা সাজিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে বিকেল অব্দি চলে  এ উৎসব।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ