রাউজান নোয়াপাড়ায় আগুনে পুড়ে ৫ দোকান ছাই

Raozan ctg news Ognikando news pic 02

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান : রাউজানে নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই। ৮ মার্চ শুক্রবার দুপুর সাড়ে তিনটায় উপজেলার বাণিজ্যিক স্থান নোয়াপাড়া পথেরহাটের পশ্চিমে রয়েল টাওয়ারে সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। চট্টগ্রাম কালুরঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টার প্রচষ্টোয় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে ৫টি টিনসেট দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, লোকমানের আল্লাহ দান গ্রীল ওয়ার্কসপ,নাছিরের বাচা বাবা ভাতঘর,বাহাদুরের মালিকাধীন বাহাদুর ফার্নিচার মাঠ, সজিবের নারিকেলের দোকান ও গুদাম। বাচাবাবা ভাত ঘরের মালিক নাছের জানান, ব্যাংক থেকে ৭ লাখ লোন নিয়ে ১ বছর আগে হোটেলের ব্যবসা শুরু করি এখন সব শেষ। বাহাদুর জানান, ১০-১২ লাখ টাকার আমার ফার্নিচার পুড়ে গেছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে। এসময় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া।এসময় তিনি বলেন,আগুন লাগার খবর জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয় এবং ব্যবসায়িরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ইনচার্জ মো. বাহার উদ্দিন জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধাঘন্টার মিনিটের মধ্যে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকাণ্ডের সূত্রপাতে সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে। এর আগে গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রমজান আলী হাটে একটি গুদামসহ ৯ ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ