আল্লাহর অলিদের নেক নজরে বান্দার তাকদির পরিবর্তন হয়-অধ্যক্ষ সাজেদ উল্লাহ আজিজী

431226816 934288807904766 5187553121961947174 n

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,বোয়ালখালী: আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে ভয় করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয় তার কোনো চিন্তা নেই বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আবার তাদের পুরস্কারও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন-তাদের জন্য দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ। আল্লাহর কথার কখনো রদবদল হয়না। যারা আল্লাহর ওলি বা বন্ধু তাদের মর্যাদাও অনেক বেশি। কেননা যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির হয়ে যায়। হাদিসে কুদসিতে এসেছে-‘যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। কিছু কিছু আল্লাহর মকবুল বান্দা আছে যারা সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়; আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়; আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে বা আঘাত করে এবং আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু র্প্র্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। আর এসব আল্লাহর মকবুল বান্দা যারা আল্লাহর ওলি বা বন্ধুতে পরিণত হয়েছেন তাদের নেক নজরে বান্দার তাকদির পরিবর্তন হয়। গত ৭মার্চ (বৃহস্পতিবার) বাদে এশা বোয়ালখালীর বড় হুজুর হিসেবে পরিচিত হযরত শাহ সূফি সৈয়দ মৌলানা মুফতি আহমদ কবির আজিজী রহমাতুল্লাহি আলাইহির বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাহফিলে সভাপতির বক্তব্যে বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও বেঙ্গুরা সিনিয়ার মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও ফাউন্ডার রিপ্রেজেন্টেটিভ অধ্যক্ষ মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী (মা.জি.আ) সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। (এবছর রমজানের কারণে ১৯ মার্চের পরিবর্তে ৭ মার্চ অনুষ্ঠিত হয়)। কর্মসূচির মধ্যে ছিলো-সকাল ৭টায় খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ, সকাল ৯টায় খতমে কোরআন ও হাম-নাত পরিবেশন, বিকাল তিনটা হতে বেঙ্গুরা সিনিয়র মাদরাসা না’তখাঁ শিক্ষার্থীদের নাতে রাসুল (স.) পরিবেশন। বিকাল ৪টায় বেঙ্গুরা সিনিয়র মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে মাজার শরীফ পর্যন্ত শোভাযাত্রা ও জেয়ারতসহ পুষ্পমাল্য অর্পন। বিকেল ৫টায় ও বাদে মাগরিব বেঙ্গুরা সিনিয়র মাদরাসা সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মশায়েরা মাহফিল। মশায়েরা মাহফিলের না’ত পরিবেশন করেন শায়ের মোহাম্মদ ইমরান ছিদ্দিকী, শায়ের মোহাম্মদ মিজানুর রহমান কাদেরী, শায়ের মোহাম্মদ আশিকুল্লাহ। বাদে এশা ওয়াজ মাহফিল, রাত ১০টায় সভাপতির বক্তব্য ও বয়ান। পরিশেষে মিলাদ কেয়াম ও আখেরী মুনাজাতের মধ্যদিয়ে কাযক্রমের সমাপ্তি ঘটে। বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও বেঙ্গুরা সিনিয়ার মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও ফাউন্ডার রিপ্রেজেন্টেটিভ অধ্যক্ষ মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী (মা.জি.আ)। প্রধান বক্তা ছিলেন-আল আমিন বারিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মৌলানা নুর মোহাম্মদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন-বেঙ্গুরা মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মৌলানা নুরুল আলম, অধ্যাপক মৌলানা মোহাম্মদ উল্লাহ ছিদ্দিকী, প্রভাষক মৌলানা মোজাম্মেল হক মারুফ। বিশেষ অতিথি ছিলেন-সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক চৌধুরী, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের বড় শাহজাদা সৈয়দ রিদওয়ানুল কবির মুহিব ও ছোট শাহজাদা সৈয়দ রিয়াদুল কবির মুরাদ, লেখক, সংগঠক ও সাংবাদিক এম.ইউছুপ রেজা প্রমুখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ