রাউজানে হযরত রুস্তম শাহ’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

received 400596959123177

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

প্রেস বিজ্ঞপ্তি : বার আউলিয়ার পূর্ণভুমি আমাদের চট্টগ্রাম। এই জেলার শহর বন্দর আর গ্রামে রয়েছে অসংখ্য পীর আউলিয়ার মাজার। প্রচীণকাল থেকে মানুষ এসব পীর অলিদের বার্ষিক ফাতেহা ওরশ পালন করে আসছে। এই চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পীর আউলিয়ার মাজার আস্তানার মধ্যে একজন অলির নাম হযরত রুস্তম শাহ্। এই অলির নামে জেলার বিভিন্নস্থানে মাজার আস্তানা রয়েছে। রাউজানেও রয়েছে হযরত রুস্তম শাহ এর নামে মাজার আস্তানা।এই উপজেলার সদর ইউনিয়নের হরিষখান পাড়ার কাজী পাড়ায় ঐতিহাসিক প্রাচীণ নির্দশন মৎস্য বিবির মসজিদের সাথে রয়েছে মাজার। এলাকার মানুষজন বলেছেন সেটি হযরত রুস্তম শাহ এর মাজার। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে হযরত রুস্তম শাহ’র বার্ষিক ওরশ শরীফ। ঢোল বাদ্যবিহীন ভাবে অনুষ্ঠিত এই ওরশের কর্মসূচিতে ছিল কোরআন খতম, মিলাদ, ফাতেহা শরীফ। আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা আজিজ উদ্দীন ইমু, প্যানেল চেয়ারম্যান এম. মোজাম্মেল হক খোকন। উপস্থিত ছিলেন ফজলুল কবির ফজু, ইউছুপ, আব্দুল মান্নান, ফজল কাদের, এ আর রাকিব, ইব্রাহিম, লিটন বড়ুয়া, এনামুল হক, আজাদ হোসেন, নাসির প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা নাছির উদ্দিন। এই ওরশে হাজারো আশেক ভক্তের সমাগম ঘটে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ