
নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান রশিদর পাড়া শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সোমবার কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী মেম্বার। মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আবু তাহের,রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মাওলানা তরিকুল ইসলাম, আনিসউল খান বাবর, সাদিকু জ্জামান সফি, আক্কাস উদ্দিন মানিক, মোঃ আলী মাস্টার, নাজিমুদ্দিন কালু প্রমুখ। পরে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আব্দুল নবী মেম্বারকে সভাপতি, মাওলানা মহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও এমদাদ হোসেন রিপনকে অর্থ সম্পাদক করে ২১ বিশিষ্ট সদস্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদর পাড়া শাখা গঠন করা হয়।