কর্ণফুলীতে নাপিতকে হত্যার চেষ্টা , গ্রেফতার দুই

received 1630801764076776

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলীতে দয়াল শীল (২৬) নামে এক নাপিতকে গলায় কাঁচি দিয়ে পোঁচ মেরে হত্যা চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ জুলাই বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বড়উঠান কেইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়উঠান ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সনাতন পাড়া গ্রামের তুষার দাশ (২৪) ও রানা দাশ (২০)।

কর্ণফুলী থানাধীন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, ভিকটিম চমেক হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভিকটিমের বড়উঠান লিচু তলায় একটি সেলুনের দোকান ছিল।

কিন্তু সে কয়েকবছর আগে বিদেশ যাওয়ার সময় অভিযুক্তদের কাছে দোকানটি বিক্রি করে দিয়েছিল। এখন বিদেশ থেকে এসে তাদের কাছ থেকে দোকানটি ফেরত চাচ্ছে কিন্তু দোকানটি ফেরত দিতে নারাজ তারা। এতে দু পক্ষ মনোমালিন্য না হওয়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইসি অমিতাভ দত্ত।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ