সমাজের পরিবর্তন আনতে রাজপথে থেকেও স্বৈরশাসনের গুম-খুনের কারণে এগুতে পারিনাই: গিয়াস উদ্দিন কাদের 

IMG 20241030 WA0063

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলাহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমরা দীর্ঘ ১৫-১৭ বছর রাজপথে ছিলাম, এই সমাজের পরিবর্তন আনতে চেয়েছিলাম. বলব না ব্যর্থ হয়েছি। স্বৈরাশাসনের কারণে এগুতে পারিনাই। গুম-খুনের কারণে এগুনো সম্ভব হয়নি। কিন্তু যখন ছাত্রজনতা আন্দোলন শুরু হলো, মা-বোনেরা তাদের সন্তানদের কোলে নিয়ে রাস্তায় নেমে গেল, রাজপথে নেমে গেল এবং বলল আমরা মুক্তিচাই, পরিবর্তন চাই। স্বৈরশাসনের অবসান চাই সেটা ঘটে গেল। আগস্ট বিপ্লবের জন্য আমরা মুক্ত বাতাস পেয়েছি, মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি। স্বাধীনভাবে ভাবার সুযোগ পেয়েছি ছাত্র জনতার কল্যাণে। বিশ্বের ইতিহাসে এমন বিপ্লব আর হয়েছে কিনা জানা নেই। বাংলাদেশে ইতিহাস রচনা করেছে ছাত্রসমাজ। হাজারের বেশি গুলিবিদ্ধ, তিন হাজারের বেশি আহত। কেউ অঙ্গ হরিয়েছে। কেউ চোখ হারিয়েছে। ৩০ অক্টোবর  বুধবার দুপুরে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে রাউজান কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন । অর্পণা চৌধুরী ও এস এম হাবীব উল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক জহুরুল আলম জীবন। বক্তব্য রাখেন রাউজান কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন।, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. তসলিম উদ্দিন, মো. নুরুল আব্বাছ, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের আতিক উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. আবু জাফর চৌধুরী, মো. নুরুল হুদা, মো. ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সৈয়দ ওবায়দুল আকবর রোমান, সৈয়দ মন্জুরুল হক। রাউজান সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী ও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ