
নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সত্তারকুল দায়রা শাখা’র বার্ষিক বনভোজন, মাইজভাণ্ডারী গানের প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বই বিতরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২ রা মার্চ) দুপুরে প্রাকৃতকি সৌন্দয্য ভরপুর হলদিয়া রাবার বাগানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান গনি মুরাদ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। উদ্বোধক ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মাহবুবুল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, উপজেলার সমন্বয়কারী আনিস উল খান বাবর,নাজিমুদ্দিন কালু, মিনহাজুর আবেদীন, মোহাম্মদ আলী মাষ্টার, ব্যবসায়ী ইলিয়াস,জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন মিয়া, সাব্বির আলম, পঙ্কজ বড়ুয়া, ছৈয়দুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।