স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ,স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকারে মাঝে হবে আলোকিত বাংলাদেশ-ইসি সচিব

EC NEWS PIC RAOZAN

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : রাউজানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে  নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা দিয়েছেন সেখানে স্পষ্ট বলা আছে স্মার্ট বাংলাদেশ করতে হলে কি হতে হবে। স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি,স্মার্ট সরকার। এই চারটি শর্ত বাস্তবায়ন করা হলে স্মার্ট বাংলাদেশের আলোর পথ দেখবে একই সাথে আমরা দুই হাজার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপ দিতে পারবো। ৯ সেপ্টেম্বর শনিবার রাউজান উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলাপ্রশাসন,জনপ্রতিনিধিদের নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানিয়েছেন রাউজানের যেসব নাগরিক আগে উপজেলার বাইরের ঠিকানায় জাতীয় পরিচয় পত্র তৈরী করেছেন, তারা চাইলে নিজ উপজেলার ভোটার তালিকাভুক্ত হতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের ঠিকানাও বদলাতে পারবেন। তবে এই সুযোগ থাকবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে বিতরণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জমানের সভাপতিত্বে ও নিকসন চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের গ্রেড-১ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ন কবির, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট তানভির আল নাসিফ।  বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম  এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আয়োজকদের অনুরোধে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে ইসি সচিবালয় থেকে নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি নেয়ায় এই কাজের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষ পর্বে প্রধান অতিথি ইসি সচিব এবিএম ফজলে করিম চৌধুরীর এমপি’র হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন প্রমূখ। এছাড়া ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলরসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ