শিক্ষার্থীদের থেকে বর্জ্য ক্রয় করেন মেয়র জমির উদ্দিন পারভেজ

news pic

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন :রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ব্যরিস্টার সুরেশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জমা করা অর্ধশতাধিক বস্তা বর্জ্য প্রতিবস্তা একশত ধরে ক্রয় করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সোমবার  শিক্ষার্থীদের কাছ থেকে বস্তা ভর্তি বর্জ্য গ্রহণ করে মেয়র তাদেকে পুরস্কৃত করেছেন। রাউজান পৌর মেয়র এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে শিক্ষক ও মেয়রের অনুপ্রেরণায় তারা বিদ্যালয় অঙ্গনকে বর্জ্যমুক্ত রাখার কর্মসূচি নিয়ে প্রতিদিনের বর্জ্য কুড়িয়ে জমা করে এসব বর্জ্য মেয়রের কাছে হস্তান্তর করেছে। মেয়র এসব বর্জ্য গ্রহণ করে পৌরসভার বর্জ্য সংরক্ষণগারে পাঠিয়েছেন। সংগ্রহকারীদের পুরস্কৃত করেছেন। এসময় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, তিনি পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের পরিচ্ছন্ন রাউজানের আন্দোলনে সামিল হতে উদ্বুদ্ধ করতে চান। শিক্ষার্থীরা তার আহ্বানে সাড়া দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে। এদিন মেয়র পৌরসদরের মুন্সিরঘাটা এলাকায় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করার অভিযানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য মেয়র প্রতি বস্তা বর্জ্য নগদ একশ টাকা করে কিনে আসছেন ১ বছর থেকে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ