
বেলাল আহমদ, লামা(বান্দরবান): সমবায় শক্তি,সমবায় মুক্তি বান্দরবানের লামা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কার্যালয়’র আয়োজনে ও ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট জেলা সমবায় কার্যালয় বান্দরবানের পরিচালনায় উপজেলা সমবায় অফিসার মো:জাবেদ মীরজাদা এর সভাপতিত্বে ২৮ এপ্রিল সোমবার সকাল ১০ টায় সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী সমিতির সার্বিক ব্যবস্থাপনা এবং সমবায় সমিতির মান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুরশিদা ইসহাক,সদস্য বান্দরবান জেলা পরিষদ,ফাতেমা বেগম, সমবায় কর্মকর্তা বান্দরবান,এম. জয়নাল আবেদীন,প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অবৈতনিক)মৌচাক লি:, মংহাই মার্মা জেলা প্রশিক্ষক মো:আব্দুর রহিম,সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আলী কদম, মো:ইসতিয়াক উদ্দিন রাগীব সহকারি পরিদর্শক,লামা।উক্ত প্রশিক্ষণে লামার ১২টি সমবায় সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।দিনব্যাপী প্রশিক্ষণে সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ, মুলধন গঠন, আয় বৃদ্ধি, ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা, ব্যবস্থাপনা কমিটির বিলুপ্তি,অপসারণ ও বহিষ্কার সমবায় সমিতির আইন-বিধিমালা সম্পর্কে ধারনা ও সচেতনতা সৃষ্টি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।