রাউজান পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ছুটে যাচ্ছেন পৌর মেয়র পারভেজ

received 636559975121450

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে যাচ্ছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। রবিবার (১৩ আগস্ট) রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা পরিদর্শনে যান তিনি। এসময় স্থানীয় বাসিন্দাদের দুঃখ দুর্দশার কথা শুনেন মেয়র। ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে নালা নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শীগগিরই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মেয়র। জানা যায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে র চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একটি কবরস্থান, রাস্তাঘাট, একাধিক বাড়ি পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে কয়েক একর কৃষি জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে৷ রবিবার বিকালে পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন চট্টগ্রাম-রাঙামাটি চারলেন প্রকল্প কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক নবীদুল আলম, বশর মাস্টার,নূর আকাইদ সাজ্জাদ, সাবের হোসেন, নাছির উদ্দীন, হামিদুল ইসলাম টিটু, সরওয়ার কামাল, মো. ইউনুচসহ ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের জনসাধারণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলবদ্ধতা থেকে পরিত্রাণ চান তারা৷ এদিকে টানা বর্ষণ, পাহাড়ি ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় রাউজান পৌর এলাকায় প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পৌর সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম৷

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ