রাউজানে পথচারীদের মাঝে হক কমিটির শরবত বিতরণ

Messenger creation 3DBF96EF A873 4A98 BDF7 9F58D369CBF9

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ জনজীবন। পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর ইউনিয়ন শাখা। মঙ্গলবার (১৩মে) সকাল ৯ টায় নোয়াজিষপুর নতুন হাট বাজার, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে হক কমিটির কর্মীরা দাঁড়িয়ে সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই লেবুর ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেন। এসময় অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষ পুর শাখার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের  মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল আহমেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সেলিম উদ্দীন, সংগঠনের সাবেক সভাপতি হাজী হেলাল উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন,সেলিমুল হক রুবেল, সাধারণ সম্পাদক ফোরকান উদ্দীন বাবলু, মোঃ নাছির উদ্দিন, সুমন চৌধুরী এরশাদুল আলম, জুয়েল, শারুক,কাজী সম্রাট, কাজী জাবেদ, শাহা আলম, করিম, এনামুল হক, মহিউদ্দিন, হাফেজ বোরহান উদ্দিন, আমানত উল্লাহ টিপু, ফরিদ উদ্দিন, সৌরভ হোসেন ইমন, কাজী মহসিন, জালাল উদ্দিন, কাজী নবাব, আবু বক্কর, জিসান, আদিল, সাকিব, ওচমান, জাহেদ,জিহান, তানভীর সাব্বির প্রখু। অপরদিকে গহিরা চৌমুহনী চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে পথচারীদের মধ্যে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা-১। সংগঠনের সাধারণ সম্পাদক ফোরকান উদ্দীন বাবলু জানান,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানিজিং ট্রাস্টি  সৈয়দ মোহাম্মদ হাসান আল  মাইজভান্ডারীর নির্দেশনায় সারাদেশে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত শিক্ষার্থী, রিকশা চালক, অটোরিকশা চালক, যাত্রী ও পথচারীদের  মধ্যে এ সামান্য শরবত বিতরণ করেছি। আমাদের চেষ্টা থাকবে এভাবে মানব কল্যাণমুলক নানান কাজ করার চেষ্টা।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ