রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

IMG 20230815 223309

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন: রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল, বর্বর ও নির্মম হত্যাকাণ্ড শুধু কোন রাজনৈতিক বা পারিবারিক হত্যাকাণ্ড ছিলোনা। এখানে জড়িত ছিলো আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্ত। অপরদিকে বিশ্বের ইতিহাসের রচিত হয়েছিলো একটি অমানবিক কলঙ্কিত অধ্যায়। তিনি আরো বলেন, ১৫ আগস্টের সেই বর্বোরচিত হত্যাকান্ড ছিলো সারা বিশ্বের নিপীড়িত মানুষের কন্ঠস্বর ও বাঙালির স্বপ্নকে ধূলিসাৎ করার চক্রান্ত। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু সেই নরপিশাচরা ভুলে গেছে, বঙ্গবন্ধুকে হত্যা করলেই বঙ্গবন্ধুর আদর্শ মুছে দেয়া যাবে না, কারণ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।১৫ আগষ্ট  মঙ্গলবার তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে ফজলে করিম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে  পৌরসভা, উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগের পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌরসভার শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর কাজী ইকবাল, এড. সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, শওকত হাসান, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, তছলিম উদ্দিন, আলী আজগর চৌধুরী, মুছা আলম খান, আবদুল লতিফ, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ