রাউজানে চুরির মালামাল উদ্ধারসহ চারজন গ্রেপ্তার

Raozan ctg pic 02 08 2023

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান :
চট্টগ্রামের রাউজানে প্রবাসীর বসতঘরের সিসি ক্যামেরা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদঘাটন, জড়িত চারজনকে গ্রেপ্তার ও চোরাইকৃত স্বর্ণালংকার, চোরাই টাকায় ক্রয়কৃত ১টি মোটর সাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।  ২ আগস্ট বুধবার এই তথ্য নিশ্চিত করেছে তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র চট্টগ্রাম উপপরিদর্শক মোঃ কামাল আব্বাস। তিনি জানান, গত মঙ্গলবার  সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে  চট্টগ্রাম শহরের বায়েজীদ বোস্তামী, হাটহাজারী, মীরসরাই থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন চট্টগ্রাম নগরীতে বসবাসকারী ও নোয়াখালী জেলার হাতিয়া থানার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪৩), হাটহাজারীর চৌধুরীহাটে বসবাসকারী নোয়াখালী বেগমগঞ্জের মৃত শাহ আলমের মো. সালাউদ্দিন(৩৪), চট্টগ্রাম নগরীতে বসবাসকারী সন্দ্বীপ থানার  মৃত ডাঃ রফিকুল মাওলার ছেলে মো. সোহাগ(৩৮), মীরসরাই থানায় বসবাসকারী নোয়াখালী জেলার হাতিয়া থানার মৃত মোঃ আবুল কালামের ছেলে মো. আবুল কাশেম ওরফে বাঁচা(৩২)।

জানা যায়, গত ৯জুন সন্ধ্যায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের আজিজুল হক ভিলার মালিক প্রবাসী আব্দুল কাদেরের বসতঘর থেকে  আলমিরা, সিন্দুক ও ওয়ারড্রবের তালা ভেঙে ৫৫ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়। পরে মো. আব্দুল কাদের বাদী হয়ে  অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র চট্টগ্রাম উপপরিদর্শক মো. কামাল আব্বাস বলেন, রাউজানে প্রবাসীর ঘর চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার ও স্বর্ণাংকারসহ মালামাল উদ্ধার করা হয়েছে। আসামীদের স্বীকারোক্তিতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্নেলহাটস্থ শতাব্দি জুয়েলার্সের স্বত্বাধিকারী সুকুমার ধরের কাছ থেকে ০৫ ভরি স্বর্ণালংকার, আসামী আবুল কাশেম ওরফে বাচার কাছ থেকে ০২টি ডিজিটাল ক্যামেরা, ১টি পালসার মোটর সাইকেল। আসামী হেলাল উদ্দিনের কাছ থেকে ০১টি এপাসি আরটির ১৬০ মোটরসাইকেল,  চোরাইকাজে ব্যবহৃত ০১ টি সিএনজি অটোরিকশা, আসামী সোহাগের কাছ থেকে চোরাইকৃত ০১টি নোকিয়া মডেলের বাটন মোবাইল সেট, আসামী আবুল কাশেম ও সোহাগের দেখানো ও সনাক্তমতে হাটহাজারী উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন মীরা জুয়েলার্সের মালিক বাপন বনিকের কাছ থেকে ০৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাছাড়া আসামীদের কাছ থেকে ১টি ডিভিআর, স্বর্ণালংকার ও টাকা-পয়সা গচ্ছিত রাখার সিন্দুক এবং তালা ভাঙার কাজে ব্যবহৃত কোরাবারি উদ্ধার করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ