রাউজানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

IMG 20250510 221558

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে ড. মুহাম্মদ রোশাঙ্গীর আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। ১০ এপ্রিল শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া পথের হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ড.মুহাম্মদ রোশঙ্গীর আলম উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন মৃত আবদুল হাকিম সওদাগরের ছেলে। সেই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ বলেন, তার বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে । রোশাঙ্গীরকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রোশাঙ্গীর আলমকে ১০ মে শনিবার চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

 

 

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ