

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের সর্ত্তাখালে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ জুলাই বিকালে এ অভিযান পরিচালনা করা হয় উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ও রাউজান থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পড়ে খালের মধ্যে থাকা ছয়টি বালু তোলার ড্রেজার মেশিন জব্দ করেন নির্বাহী ম্যাজিস্টেট।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনু ভট্টাচার্য্য, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট রিদুয়ানুল ইসলাম বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। আমরা বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন ও কয়েক’শ ফুট পাইপ জব্দ করেছি।
