রাউজানের শিরিষতলায় বৈশাখের বর্ণিল উৎসবে মেতেছিল বাঙালী

IMG 20240415 WA0013

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : পহেলা বৈশাখের বর্ণিল উৎসবে মেতেছিল রাউজানবাসী। গত রবিবার রাউজানের কেরণীহাটের শিরিষতলায় বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে বাঁধভাঙা আনন্দের মেতে উঠেন সকল ধর্ম-বর্ণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনস্রোতে রূপ নেয় পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল শিরিষতলা। শিরিষতলা এলাকাটিকে আগে থেকেই সাজিয়ে তোলা হয়।১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহ্যেবাহী কেরানী হাটের শিরিষ তলায় প্রথম বারের মত বর্ষবরণ অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত ছিল মানুষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া পিএইচডি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক। সভাপতিত্ব করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। তিনি বলেন, কেরানী হাটে অবস্থিত কয়েকশ বছরের পুরনো একটি রেন্টি গাছতলাকে শিরীষ তলা নামকরন করেছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ।সদস্য সচিব নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল ও তৃষা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, বিশিষ্ট সমাজ সেবক শিবু প্রসাদ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রীদিপ কুমার বড়ুয়া,ইউনিয়ন আওয়ািমীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ,যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,শেখ মফিজুর রহমান,অলকেশ বড়ুয়া তপু,রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম,কেমি বড়ুয়া মুক্তা,অসীম কুমার বড়ুয়া অপু, উদযাপন পরিষদের অর্থ সচিব ও ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, শেখ নুরুল আজিম জুয়েল,দিবস বড়ুয়া,জাকির হোসেন,সমাজ সেবক অভয় কুমার বড়ুয়া রানা ,পুস্পেন বড়ুয়া কাজল,সঞ্চিতা বড়ুয়া, সরোজ বড়ুয়া রুপু,সমাজ সেবক সমিরন বড়ুয়া।যুবলীগ নেতা সৈয়দ সাজেদুল করিম সাজু,রবিউল হোসেন আরিফ,সালাউদ্দিন তালুকদার, অপু বড়ুয়া, সৈয়দ আবদুল আজিম মুন্না,এমরান হোসেন মনির, সৈয়দ আরশেদুর রহমান টিংকু,সিদুল ধর,সাংবাদিক রতন বড়ুয়া লোকমান আনছারী,জুয়েল বড়ুয়া প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানের আগে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে শিরিষতলা। এ ছাড়াও টেলিভিশন, বেতার শিল্পীরাও সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। ছিল বৈশাখী মেলার আয়োজনও।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ