মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ দলইনগর শাখার ইফতার সামগ্রী বিতরণ

Messenger creation 15FEAB5F A95D 41A2 86A4 900D9189F62A

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ দলইনগর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানুর মোবারক উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  রাশেদুল আলম চৌধুরী (রাসেল)।

প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জরুল ইসলাম চৌধুরী। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিসউল খান বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন, সমন্বয়ক মোহাম্মদ আলী মাষ্টার,জাফর উল্লাহ্ চৌধুরী, জহির উদ্দিন খাঁন, মোঃ আজিজ উদ্দিন, মোঃ দিদারুল আলম, মাইজজ্যো মিয়া, মাওলানা সাজ্জাদ হোসাইন, নাজিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে ত্বরিকতের কাজ। তাই সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট্রের মাধ্যমে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ট্রাস্ট্রের লক্ষ্য হচ্ছে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী গড়ে তোলা।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises