ফটিকছড়ির আবাসিক হোটেল সীলগালা

received 1414080669202692

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার দাঁতমারার হেয়াঁকো বাজারে আবাসিক হোটেলের আড়ালে দিনে দুপুরে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইশা গেস্ট হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। আলী আক্কাছ ভুট্টো নামে স্থানীয় এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে অনৈতিক এ কার্যক্রম পরিচালনা করে আসছে বলে সূত্র জানা যায়। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে প্রশাসন গেস্ট হাউসটি সীলগালা করে দিলেও পরে বিকল্প উপায়ে ফের অবৈধ কার্যক্রম পরিচালনায় তৎপর হয়ে উঠে মালিক পক্ষ।প্রতিষ্ঠানটির মালিক আলী আক্কাস ভুট্টো ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট থাকায় ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায়না বলে কথিত আছে। ১১ মার্চ(সোমবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করে ইশা গেস্ট হাউসসহ আরো তিন প্রতিষ্ঠানকে সীলগালা করে দিয়েছে। ইশা গেস্ট হাউস সীলগালা করার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্থিরভাব পরিলক্ষিত হচ্ছে। তবে অনেকে গেস্ট হাউসটিতে অনৈতিক কাজ ফের চালু হবে বলে সন্দেহ পোষণ করে বলেন এজন্য প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এ বিষয়ে ইশা গেস্ট হাউসের মালিক আলী আক্কাস ভুট্টো বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, অনেক আগে আমি এটি ভাড়া দিয়ে ফেলেছি। ভাড়াটিয়ারা তা কী ভাবে পরিচালনা করছে তা জানিনা। তবে, ভ্রাম্যমাল আদালত ভবিষ্যতে এহেন কার্যক্রমরের জন্য ইশা গেস্ট হাউসের মালিক আলী আক্কাস ভুট্টো সর্তক করে।এদিকে, মহাসড়কে পরিবহণ থামিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনের কাজে জড়িত থাকায় হেয়াঁকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির অফিস বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় চাঁদা বানিজ্যের অভিযোগে স্থানীয় সিএনজি সমিতির অফিসও সিলগালা করা হয়। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজান্মেল হক চৌধুরী বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ