নোয়াপাড়ার মিয়াজি বাড়ি মাহফিলে বক্তারা “ঈমানের পর নামাজেই অন্তরে প্রশান্তি পায় মুমিন”

IMG 20231117 192107 scaled

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের আ শ হাজী ফজল করিম মিয়াজী বাড়ি  ইউনিট শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৬  নভেম্বর (বৃহস্পতিবার ) আজিমুশশান মিলাদুন্নবী (সাঃ) ফজল করিম মিয়াজী বাড়ি  সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মুরাদের সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ  নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন।সংগঠনের সাংগঠনিক  সম্পাদক কুতুব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়ার সরভ ভাটা মীর আফাজ চৌধুরী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি ওয়াহিদুর রহমান আলকাদেরী।বিশেষ বক্তা ছিলেন কর্ণফুলী পেপার মিলস স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা  মুহাম্মদ আব্দুল মাবুদ আলকাদেরী। তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার  প্রভাষক মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন আলকাদেরী । রাউজান প্রেসক্লাবের নিবার্হী সদস্য এম কামাল উদ্দিন,

IMG 20231117 003102

এসময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউনুস,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহেদুল হক, অর্থ সম্পাদক আবদুল আল মামুন,মুহাম্মদ জোবাইদুল হক রাকিব,মাষ্টার জসিম উদ্দিন,শেখপাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদ এর সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ  ইউনুস মিয়া, মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বাবুল,হাফেজ মাওলানা  মুহাম্মদ বেলাল উদ্দিন , হাফেজ মাওলানা ইমরান মুহাম্মদ শাহজাদা,মুহাম্মদ সাইফু উদ্দিন,মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ কাইছার, মুহাম্মদ আবু তৈয়ব,মুহাম্মদ সৌরভ,মুহাম্মদ আকিব,মুহাম্মদ তামিম, মুহাম্মদ তারেক, মুহাম্মদ জাবেদ,মুহাম্মদ বোরহান,মুহাম্মদ কাশেম,মুহাম্মদ শোয়েব,মুহাম্মদ সাঈম,মুহাম্মদ আরিফ, মুহাম্মদ জুয়েল,আরব প্রমূখ সহ অসংখ্য উলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা বলেন,নামাজ ইসলামের প্রধান ইবাদত। ঈমান গ্রহণের পর এ নামাজেই অন্তরে প্রশান্তি পায় মুমিন।যে কারণে মুমিন নামাজে নিয়োজিত থাকে। নামাজ ছেড়ে কোনো মুমিনই থাকতে পারেন না। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের অন্তিম মুহূর্তেও নামাজের প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন  এ নামাজই মুমিনের অন্তরের প্রশান্তির অন্যতম মাধ্যম।এই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলে। শেষে মিলাদ কিয়াম মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ