
চট্টলা ডেস্ক : চট্টগ্রাম রিয়াজ উদ্দীন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ জুলাই) দুপুরে রিয়াজুদ্দিন বাজারের তিনি কাঁচা মরিচ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা, রিয়াজ এন্টার প্রাইজকে ও প্রণব ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।