গাছ লাগানো সামাজিক আন্দোলন, এটি রাউজান থেকে সৃষ্টি  করেছেন ফজলে করিম :  কৃষি মন্ত্রী

FB IMG 1689997688876

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, কোনো শক্তি নেই নির্বাচনকে বানচাল করতে পারবে না। শত বাধা বিপত্তি আসুকনা কেন আমাদের আইনশৃংখলা বাহিনী, প্রশাসন খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খল। বিএনপি কোনো অরাজকতা করলে সেটা তারা প্রতিহত করবে। আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।

১৭ জুলাই সোমবার দুপুরে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে রাউজানে পাঁচ লাখ গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল সামাদ সিকদারের সঞ্চালনায় উদ্বোধন ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন  রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,  পৌর মেয়র জমির উদ্দিন পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরসহ সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাউজানের ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের হাতে গাছের চারা তুলে দেন কৃষিমন্ত্রী।

সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে পৌঁছলে সেখানে কৃষিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশকসন। পরে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্রলীগ ও অঙ্গসংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী।
দুপুরে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে শেখ সায়মা ওয়াজেদ অটিজম সেন্টারের নির্মানাধীন প্রকল্পে বৃক্ষরোপন করে  একদিনে ৫ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ