২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাউজানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

PIC CTG RAOZAN MP

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন: ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় জড়িত খুনি তারেক জিয়া লণ্ডনের মাঠিতে বসে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। যত ষড়যন্ত্রই হোক এ দেশের শান্তি প্রিয় মানুষ খুনী,লটেরাদের ক্ষমতার মসনদে বসাবেনা। তিনি আগামী নির্বাচনে সকল দেশ বিরোধী চক্রান্তের দাঁতভাঙা জবাব ব্যালটের মাধ্যমে দিতে জনগণের প্রতি প্রধান অতিথির বক্তব্যে এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি আহবান জানান। চট্টগ্রামের রাউজানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট সোমবার সকাল ১১টায় মুন্সিরঘাটার দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও আলমগীর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মুহাম্মদ ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, শ্যামল পালিত, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ভূপেশ বড়ুয়া,সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু,আব্দুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নুরুল আবচার বাশি, প্রিয়তোষ চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, বাবুল মিয়া, কৃষকলীগ নেতা আলী আজগর চৌধুরী, আওয়ামীলীগ নেতা এ কে বাবর, হাসান মোহাম্মদ রাসেল, পৌর কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ খান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবিনা ইয়াসমিন রুজি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের সভাপতি -সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন আলকাদেরী।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ