

সুমন পল্লব,হাটহাজারী : চট্টগ্রামে হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কামালপাড়া যুব সংঘের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কার্যকরী পরিষদের আয়োজনে সংগঠনের হলরুমে সংগঠনের সভাপতি মুহাম্মদ ওসমান গনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। প্রধান বক্তা ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দীন রেজা,জাগৃতি সভাপতি মোঃ ওসমান,সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা,উজ্জীবন ক্লাবের সভাপতি ওমর ফারুক মিন্টু,সাধারন সম্পাদক মোঃ পারভেজ, কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, সমাজ সেবক মোহাম্মদ এরশাদ, সমাজ সেবক মোহাম্মদ শফিকুল ইসলাম, সজীব এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো:নুরুল আজম রাশেদ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। আলেচনা সভা শেষে গুনীজন সংবর্ধনা ও সংগঠনের অসুস্থ সদস্যদের জন্য দোয়া মাহফিল ও অসহায় ও দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতারণ করেন। এই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, কার্যকরী পরিষদের সদস্য ও সাধারন সদস্যগন উপস্থিত ছিলেন।
