ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ 

Messenger creation 5CA7A8B6 550C 4BBD AEED CE970F7DCC6E

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিদ্যালয়ের হলরুমে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া। স্কুলের শিক্ষক বিকাশ কান্তি রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক সালাহউদ্দিন জিকু, সাংবাদিক ইউসুফ আরফাত, সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক বাবু নিপু বড়ুয়া, সেবিকা বড়ুয়া, ফরিদ উজ্জামান, প্রিয়াঙ্কা সুশীল, মোঃ শাহজাহাল , উম্পি বড়ুয়া প্রমূখ। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে বিদ্যালয়ের ৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেয়া হয়।কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক পল্লবী খাস্তগীর বলেন, ‘এ দেশ দুর্ণীতিতে ভরে গেছে’ একথা ভাবতেই অবাক লাগে। সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এদেশের আপামর জনতা যে স্বাধীনতা এনেছিল, সে স্বাধীনতা আমরা বিফলে যেতে দেবনা। সাম্প্রতিকের জুলাই বিপ্লব আমাদের তাই শিক্ষা দিয়েছেন। আমার দেশ আমরাই দুর্ণীতিমুক্ত করবো। এই হোক আজকে সবার অঙ্গিকার।’

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ