দাঁতমারার চেয়ারম্যান জানে আলমের ১ দিনের রিমান্ড

Messenger creation 6E418350 5BE0 45CE B9BA 14D4FB6CDDB8

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ২০২৩ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ফটিকছড়ি দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৬ মে) ভূজপুর থানার ২(১০)২৪ ইং মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. মুন্নাফ হোসেন ৫ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মন্জুর করেন।জানা যায়, ২০২৩ সালের বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশস্থলে যোগ দিতে সরওয়ার আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা যাওয়ার পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালায়। হামলায় সরওয়ার আলমগীরসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন এবং বিএনপির গাড়িবহরে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় দাঁতমারা ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ ইয়াকুব বাদী হয়ে গত বছরের ৩ অক্টোবর ৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি বলেন, মামলার ১১ জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেলা জজ আদালতে হাজির হন। শুনানির পর আদালত ১০ জনের জামিন মঞ্জুর করলেও জানে আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ