রাউজানে প্রীতি সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন আওয়ামীলীগ যতবার ক্ষমতায় গিয়েছে ততবার দেশটি জাহান্নামে পরিণত করেছে

Jamiat Islami news pic Raozan 18

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানের গহিরা চৌমুহনীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য  আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন বাংলাদেশে ৫৩ বছর শাসন আমলের যারা ক্ষমতায় গিয়েছে তারা এদেশের মানুষের কল্যাণে কাজ করতে ব্যর্থ হয়েছে। বিগত ১৮ বছরের যারা ক্ষমতায় ছিল তারা শুধু মানুষের অধিকার হরণ,খুন,সন্ত্রাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় গিয়েছে ততবার হত্যা,গুম,ফাঁসীর কাষ্টরী, আয়নাঘর সৃষ্টি করে দেশটি জাহান্নামে পরিণত করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপে প্রসঙ্গ টেনে তিনি বলেন পালিয়ে যাওয়া শেখের বেটি বলেছেন তিনি দেশের কাছাকাছি আছে চট করে দেশে ডুকে পড়ব। তাকে বলি আপনি চট করে দেশে ডুকে পড়বেন, আর দেশের মানুষ অপেক্ষায় আছে আপনাকে ঝাপটে ধরে পদ্মায় নিক্ষেপ করতে। তিনি প্রতিশ্রুতি দেন জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিককে ১০ লক্ষ টাকা করে দেয়ার ব্যবস্থা করব।

১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তার দীর্ঘ বক্তব্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশে সাবেক প্রতিটি প্রধানের বক্তব্য শুনেছি,কিন্তু ড.মোহাম্মদ ইউনুছ দেশের মানুষের জন্য যে বক্তব্য রেখেছেন তার সেই বক্তব্য অন্যকোনো সরকার,রাস্ট্র প্রধানের বক্তব্যে সেই ধরণের বক্তব্য শুনেনি। তিনি দেশ থেকে যেই পরিমান টাকা পাচার করা হয়েছে সেই টাকায় তিন বারের বাজেট পেশ করা যেত। এই নেতা দৃঢতার সাথে বলেন  দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনা হবে।

রাউজান পৌরসভার আমীর বেলাল মোহাম্মদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ নাজিম উদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার আমীর অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আবদুল জব্বার, অধ্যাপক আবদুল হামিদ চৌধুরী, উত্তর জেলা নেতা রফিকুল ইসলাম, রাউজান উপজেলার জামায়েত এর আমীর শাহজাহান মঞ্জু। বক্তব্য রাখেন ব্যাংকার মোহাম্মদ নুরুল ইসলাম,চবি শিবির নেতা মোহাম্মদ ইব্রাহীম,রাশেদুল ইসলাম,রিদোয়ান শাহ,মোহাম্মদ আবুল কাসেম, মিজানুর রহমান চৌধুরী,মিনহাজ উদ্দিন, কুতুব উদ্দিন জিলানী, হাফেজ আবদুল কাদের,মোরশেদুল আলম খান,আবু বক্কর খান প্রমুখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ