
নিজস্ব প্রতিবেদক, রাউজান : দক্ষিণ রাউজানের বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নোয়াপাড়ার সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি কসমিক হসপিটাল এন্ড ডায়াগষ্টিক সেন্টারের পরিচালক মো. শরাফত উল্লাহ বাবুলকে সভাপতি ও ফুলকলি নোয়াপাড়া শাখার সত্তাধীকারী আলহাজ এসএম শফিকে সাধারণ সম্পাদক করা হয়েছে । ৬ অক্টোবর রবিবার সংগঠনের কার্যালয়ে এক সভায় ৫৯ জন বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন শামসুল হক বাবু, মো. আনোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, শাহ আলম, মো. আজম, খোকন চন্দ্র সেন, ইয়ার মোহাম্মদ, হায়দার আলী, জসিম উদ্দিনকে কমিটির উপদেষ্টা করা হয়।
অন্যান্য কমকর্তারা হলেন, সহ সভাপতি মো. সিরাজ মেম্বার, মো. সেলিম, মো. নাছের, যুগ্ম সাধারন সম্পাদক বশির আহমেদ,মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ সেকান্দর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদ, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনছুর আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ রফিক, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ রাশেদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আকতার হোসেন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ বাবর, ধর্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী মাহমুদুল হক, আবু নাছের প্রমুখ।