রাউজানে বিশ্ব শিক্ষক দিবসের  আলোচনা সভা,সম্মাননা প্রদান

IMG 20241005 201828

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রাম রাউজান উপজেলায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় রামগতি ধর রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবত কুমার হাজারী, উপজেলা একাডেমি সুপার ভাইজার সজল চন্দ্র চন্দ। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঞ্চন কুমার বিশ্বাস, জাকের হোসেন মাষ্টার, মোস্তাক আহমেদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সৈয়দ তাহের উদ্দিন, নুরুল কবির, সালসাবিল করিম চৌধুরী, প্রিয়ম কুমার দে, শেখর ঘোষ আপন, সুবল চন্দ্র দাশ, শিল্পী দে, জামাল শাহ্,বিলাশ কান্তি দাশ,শরফরি দে, নেছার আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেনী কক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন,হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্ত নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েকজন শিক্ষকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বর্ণাঢ্য র‌্যালীটি স্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ