
নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে মো. হান্নান (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টায় রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মুন্সির পুকুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতে আহত হান্নান রাউজান থানায় অভিযোগ করে। হান্নান রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাজী ইউনুছ সিকদার বাড়িতে বসবাসকারী মোহাম্মদ শামসুল হকের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, একটি এনজিও সংস্থা থেকে ঋণের টাকা নিয়ে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জটলার মধ্যে হান্নানকে ছরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনা প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।