রাউজানে পুকুরে গোসল করতে যাওয়া বৃদ্ধার লাশ ১৭ঘন্টা পর উদ্ধার

Raozan news pic 26.08.24

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৭৯ বছর বয়সী হাজী মো. শফিউল আলমের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর সোমবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টায় পুকুর গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। শফিউল আলমকে গোসলে নেমে সাঁতার কাটতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী। পরে রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে ব্যাপক তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি। এছাড়া স্থানীয় লোকজন হাত জাল দিয়ে তল্লাশি চালানোর পর ফিরে যান। ২৬ আগস্ট সোমবার  ভোরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। শফিউল আলম রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।শফিউল আলমের মেয়ে রেণু আকতার বলেন, বাবা আমার ও আমার বোনের শ্বশুর বাড়িতে তালপিঠা নিয়ে বেড়াতে যাওয়ার জন্য গোসল করতে গিয়েছিল। এরপর নিখোঁজ হয়। ভোরে লাশ পাওয়া যায়। ১৫ বছর আগে মাকে, ৫ বছর আগে প্রবাসে সড়ক দুর্ঘটনায় ভাইকে হারানোর কথা জানিয়েছেন রেনু।রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘পুকুরে নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল এনে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি। পরে ভোরে লাশ ভেসে উঠে।

 

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ