রাউজানে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

News pic 12.07

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মো: মারুফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু এই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু মারুফের মা ইয়াছমিন আকতার ও দাদি লায়লা বেগমসহ আহাজারি করছেন। তাদের আহাজারীতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, আমি রাতের খাবার খেয়ে ছেলেকে শয়ন কক্ষে যায়। ছেলে খেলতে খেলতে আমার চোখ লেগে আসে, হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিচানায় নেই। বিচানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা আমার কক্ষে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থ করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. আলীকে ফোন করা হলে তাকে কেউ জানায়নি বলে জানিয়েছেন তিনি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ