
নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাউজান উপজেলা প্রাথমিক এর শ্রেষ্ঠ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরশেদ আলম। শনিবার সকালে চট্টগ্রাম নগরী পাথরঘাটস্থ ইকবাল ভিলায় শুভেচ্ছা বিনিময়কালে মোরশেদ আলম পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর এড. সমীর দাশগুপ্ত, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত,নোয়াপাড়ার ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, আলহাজ্ব নুরুল আমিন ও মো. সালাহউদ্দিন প্রমুখ।