উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের “সার্বজনীন পেনশন স্কিমের” উদ্বোধন

IMG 20240512 WA0054

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান: রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ “সার্বজনীন পেনশন স্কিম” কর্মসূচির উদ্বোধন সংগঠনের সভাপতি এস এম আবদুল মজিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় ১২ মে রবিবার সকাল ১০ টা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দীন চৌধুরী , প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুনুর রশীদ, সহ সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী মিয়া, আইন বিষয়ক সম্পাদক তাপস বড়ুয়া,যুব ও ক্রীড়া সম্পাদক ইউপি সদস্য কাউছার আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ কফিল উদ্দীন,সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন সাইফ, ইউপি সদস্য মোঃ সাজ্জাদ শাহ, যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আরমান হোসাইন, ইউপি সদস্য মোঃ জানে আলম,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আখতারুজ্জামান পারভেজ, মোঃ আবুল হােসেন,মোঃ আলী,যুবলীগ নেতা শহিদুল ইসলাম আলম, মোঃ শফিউল আলম, মোঃ সোলায়মান, মোঃ বেলাল, আবদুল্লাহ আল মারুফ,সরোয়ার জনি,মোঃ মন্জু, মোঃ আজিজ, মোঃ মাজেদ, আল মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানের ১ম দিনে প্রায় ৫০ জন পেনশন স্কিম ফরম পূরন করেন। প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক নিরাপত্তা ও বিভিন্ন বিপদ-আপদে সঞ্চিত অর্থ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত সঞ্চয় থাকলে তুলনামূলক কম বয়সে অবসরে যাওয়া যায়, পৃথিবীকে আরও ভালোভাবে উপভোগ করা যায়। এ ছাড়া জরুরি মুহূর্তে অর্থের জোগান নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না।সঞ্চিত অর্থ জীবনকে নিরাপদ ও চিন্তামুক্ত রাখবে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ