
নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী: বোয়ালখালীতে বড় হুজুর হিসেবে পরিচিত হযরত শাহ সূফি সৈয়দ মৌলানা মুফতি আহমদ কবির আজিজী রহমাতুল্লাহি আলাইহির বার্ষিক ওরশ শরীফ আগামী ৭মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। (এবছর রমজানের কারণে ১৯ মার্চের পরিবর্তে ৭ মার্চ‘২০২৪ , বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে)। কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ৭টায়: খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ। সকাল ৯ টায়: খতমে কোরআন ও হাম-নাত পরিবেশন। বিকাল তিনটা হতে বেঙ্গুরা সিনিয়র মাদরাসা না’তখাঁ শিক্ষার্থীদের নাতে রাসুল (স.) পরিবেশন। বিকাল ৪ টায় বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে মাজার শরীফ পর্যন্ত শোভাযাত্রা ও জেয়ারতসহ পুষ্প মাল্য অর্পন। বিকাল ৫ টায় ও বাদে মাগরিব বেঙ্গুরা সিনিয়র মাদরাসা সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মশায়েরা মাহফিল । পরিবেশনায় থাকবেন-শায়ের এমরান ছিদ্দিকী, শায়ের মিজানুর রহমান কাদেরী, শায়ের ইলিয়াস সিকদার। বাদে এশা হতে ওয়াজ মাহফিল। রাত ১০ টায় সভাপতির বক্তব্য ও বয়ান। পরিশেষে মিলাদ কেয়াম ও আখেরী মুনাজাতে সকল শুভানুধ্যায়ীর জন্য দোয়া ও সারা মুসলিম বিশ্বের নিপীড়িত জনগোষ্ঠীর মঙ্গল কামনা। মুনাজাত শেষে তাবার্রুক বিতরণ। বার্ষিক ওরশ শরীফে বড় হুজুর কেবলার মুরিদ, ভক্ত এবং সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও বেঙ্গুরা সিনিয়ার মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও ফাউন্ডার রিপ্রেজেন্টেটিভ অধ্যক্ষ মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী।