
নিজস্ব প্রতিবেদক, রাউজান : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বিএম ফজলে করিম চৌধুরীর ৬৯ তম জম্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন রাউজান পৌরসভা ছাত্রলীগ। ৬ অক্টোবর সকালে রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কমর্সুচী পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, খতমে কুরআন, কেক কাটা ও খাওয়ার বিতরণ। সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন এর উদ্যােগে আয়োজিত নানা আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসাইন ইমু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, তানভির হাসান চৌধুরী, মোহাম্মেদ তারেক, পলাশ সেন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জীবন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, ছাত্রনেতা মোহাম্মদ আকরাম প্রমুখ।