মহেশখালীতে পুলিশের অভিযানে ৬ আসামী গ্রেফতার

received 551191387679265

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী : মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৪ঠা ডিসেম্বর দিবাগত রাত ৩টায় মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদের নির্দেশনায় মহেশখালী থানার এসআই আল আমিন, এসআই মহসীন চৌধুরী, এসআই রাইটন দেব, এএসআই এজাহার মিয়া, এএসআই এমদাদুল হক সহ পুলিশের টিম অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা কালারমার ছড়া নুনাছড়ী এলাকার মৃত বখতেয়ার আহমেদের পুত্র মোঃ ঈসমাইল ও ফরিদ আলম,কাছিম আলীর পুত্র জয়নাল আবেদীন, রহমত আলীর পুত্র শাহাব উদ্দিন, ইয়াকুব মিয়ার পুত্র নুরুল ইসলাম টুইট্রা, আলী আহমেদের পুত্র মোঃ তোফান। এব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises