ফটিকছড়ির পাইন্দং ইউপি চেয়ারম্যান স্বপনকে বিএনপির আল্টিমেটাম

Messenger creation 153c995e fe57 420f b439 9c1a6db0bec4

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি : ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন কর্তৃক স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দুষ্কৃতকারী বলে বক্তব্য দেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। ১৯ আগস্ট (সোমবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন নিজেই দুষ্কৃতকারী।সে ভন্ড, প্রতারক, ভান্ডারী ও আওয়ামী লীগের দালাল। স্বপন বিএনপির নাম বিক্রি করে দুঃসাহস দেখিয়েছে। এ ভন্ড প্রতারকের জায়গা বিএনপিতে নেই। তিনি বলেন, বিগত দিনে পাইন্দং ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করে বিজয়ী হয়ে সে বিএনপির সাথে মুনাফেকি করেছে। ইউনিয়নে উন্নয়নের নাম করে ভান্ডারী ও আওয়ামী লীগের দালালি করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। সে সম্প্রতি বিএনপির কর্মীদের দুষ্কৃতকারী বলে অপবাদ দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাকে কোন ভাবেই ইউনিয়ন পরিষদে বসতে দেয়া হবে না। অচিরে তার বক্তব্য প্রত্যাহার করে জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো: আমিন তালুকদার, হান্নান চৌধুরী, মনোয়ারা বেগম, মঈন চৌধুরী, পেয়ারুল ইসলাম, নুরুল আলম, মাহমুদুল হাসান দিলু, মঈন উল্লাহ উজ্জ্বল, রাজন, ফারুক বিন মুছা,ইব্রাহিম,ইকবাল, মুরাদ, আশিক উল্লাহ, সাইমুল করিম, রসুল আমিন,গাজী মোরশেদ, আনোয়ার, মনসুর তালুকদার, ইঞ্জিনিয়ার মুন্না, বাবর চৌধুরী, কামরুল চৌধুরী, পারভেজ, ননা কন্ট্রাক্টর, এনাম, আলাউদ্দীন প্রমুখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ