৪র্থ বারের মত শপথ নিলেন বাবুল চৌধুরী : এয়াছিনশাহ কলেজে ফুলেল শুভেচছা 

IMG 20240612 WA0036

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজ গভর্নিং বডির সভাপতি একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল ৪র্থ বারের মত শপথ নেয়ার পর ১২ জুন বুধবার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা  অংগ্যজাই মারমা,হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, কলেজের অধ্যাপক বিকিরণ বড়ুয়া,গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ আলী মেম্বার,হলদিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আনোয়ার বাবুল,মেম্বার গিয়াস উদ্দিন প্রমুখ।এর আগে কলেজের শিক্ষক মিলায়তনে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দর চৌঃ বাবুলের মাধ্যমে কলেজের অবকাটামো সহ লেখাপড়ার উন্নয়ন,ভাল ফলাফলে অভূত পুর্ণ অগ্রগতিতে তাদের জন্য দোয়া মুনাজাত অনুষ্টিত হয়। এতে অংশ গ্রহন করেন অধ্যাপক বজলুর রহমান,মঈনুল ইসলাম,সিনিয়র প্রভাষক আবদুল জাব্বার,মোঃ লোমান,মোঃ ফারুক,মঈনুল ইসলাম আশিক,নিলুফার ইয়াছমিন,হেফাজতুর রহমান,প্রভাষক রিপা মুহুরী,সুজাবত আলী,জান্নাতুল কাউছার,সাহিদা আকতার সম্পা,

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ