

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : দক্ষিন এশিয়ার মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬হাজার ৭শত মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে হালদা পাড়ের রামদাস মুন্সির হাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইট ভাট এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরো জানান আটককৃত জালের আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা।জব্দকৃত অবৈধ জালসমূহ নৌপুলিশের হেফাজতে রাখা হয়।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সদস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।
