নিজস্ব প্রতিবেদক,হাটহাজারীঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে দুই উপদেষ্টা প্রথমে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং পরে সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করেন। উপদেষ্টাগণ শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই উপদেষ্টা দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। পরে তারা সমন্বিত শিশু সদন শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন গেলে উপদেষ্টাদের সাথে থাকা এক ব্যক্তি গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশে বাঁধা দিলেও তারা নিউজ সংগ্রহে ভেতরে প্রবেশ করেন। এসময় দুই উপদেষ্টা শিশু ও কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্রের ভেতরের পরিবেশ দেখে চরম অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসময় ওই কেন্দ্রের কর্মকর্তাদের প্রতিমাসে চিকিৎসক দিয়ে সকল হেফাজতিদের স্বাস্থ্য পরীক্ষার ও হেফাজত কেন্দ্রের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার কড়া নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় দুই উপদেষ্টা সাথে যুগ্ন সচিব সমাজ সেবা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপ-পরিচালক মনিরুল ইসলাম, উপ-পরিচালক ফরিদুল আলম, সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার,সিনিয়র মৎস্য অফিসার মো.আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিশু পুনর্বাসন কেন্দ্রের তত্বাবধায়ক জেসমিন আক্তার, সহ শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী, লতিকা রত্নম মান্না,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আযম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin