
সুমন পল্লব,হাটহাজারী : হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এলাকার হাদুরখীলস্থ শরীফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মো.রহমত উল্যাহ, মো.রাশেদ ও মো.আলমগীর নামের তিন ডাকাতকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১২ মে) বিকালের দিকে প্রতিবেদককে হাটহাজারী মডেল থানা পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার ১০মে ভোর ৪টা থেকে টানা ১৮ ঘন্টাব্যাপি ফটিকছড়ি থানাধীন আজাদী বাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এই সময় তাদের থেকে ২টি হাসুয়া, ২টি চাপাতি, ৫টি ছুরিসহ বিপুল পরিমাণ ঘর ভাঙার ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারেক আজিজ জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে দুজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রযেছে বলেও জানান তিনি।প্রসংগত, গত ১৯ এপ্রিল শনিবার দিবাগত রাত তিনটার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬ নং ওয়ার্ডস্থ নাজিমুদ্দিন শরিফের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে হত্যার উদ্দেশ্যে হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক নাজিমুদ্দিন শরিফ (৪৫) গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিম নাজিমুদ্দিন শরিফকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। পরে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।