নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : হাটহাজারীতে অবৈধ গাছ কর্তন ও কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করে ৫০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।গতকাল রাত থেকে অভিযান চালিয়ে হাটহাজারীর মন্দাকিনী বিটের উদালিয়া এলাকা থেকে ৩২৮ টুকরো সেগুনকাঠ জব্দ করে।তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। জব্দকৃত কাঠের বাজার মূল্য ৬লক্ষ টাকার অধিক।গত কয়েক দিনের কঠোর অভিযানে বন বিভাগ মূল্যমান সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে বলে বন বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান।সুত্র জানায়,হাটহাজারী উপজেলার মন্দাকিনী বিট এলাকার সংরক্ষিত গহীন বনাঞ্চল থেকে অবৈধ ভাবে সেগুন কাঠের স্তুপ রেখেছে।গত কয়েকদিন অভিনব কৌশলে হাটহাজারী রেঞ্জ সহ পাহারা দিয়ে রেখেছে। কাঠগুলো জব্দ করে আনা সম্ভব ছিলনা। অবৈধ ভাবে পাচার করার প্রস্তুতকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন, হাটহাজারী রেঞ্জ এর এসও রাজিব উদ্দিন ইবরাহীম সহ যৌথঅভিযান পরিচালনা করে ৩২৮ টুকরো সেগুনকাঠ জব্দ করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন হাটহাজারী কালুরঘাট রেঞ্জ কর্মকর্তা মোঃ খাইরুল আমিন, হাটহাজারী রেঞ্জ, মন্দাকিনী বনবিট সহ পুলিশের সঙ্গীও ফোর্স। চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে কাঠ চোরাকারবারি সদস্যদের একটি চক্র বনাঞ্চল নিধনের প্রতিযোগিতায় নেমেছে।একাধিক অভিযান চালিয়ে অনেক কাঠ জব্দ করেছি। মামলাও করা হয়েছে।মন্দাকিনী বনবিট এলাকার উদালিয়া পাহাড় থেকে মূল্যমান কাঠ পাচারের প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে বন বিভাগের কয়েকটি টিমসহ আইন শৃংখলা বাহীনীর সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৫০০ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়।কিছু দুষ্কৃতকারী সদস্য এ কাজে জড়িত।যাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।অপরাধী যত ক্ষমতাবান ব্যক্তি হোক আইনের আওতায় আনা হবে।বন সংরক্ষণের জন্য আমরা বন বিভাগ সর্বদা প্রস্তুত রয়েছি।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin