সুমন পল্লব,হাটহাজারী : হাটহাজারী পৌরসভার বাস স্টেশনে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার (০৪ মে) সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। জানা যায়, পৌরসভার শেরে বাংলা (র:) মাজারের উত্তরে হাটহাজারী অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশ থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পরে বেলা ২ টার দিকে বাস স্টেশন এলাকায় এসে শেষ হয়। ভুক্তভোগীদের দাবী এই এলাকার অসহনীয় যানযট নিরসনের জন্য সড়ক সম্প্রসারন করাটা জরুরী। সড়ক ও জনপথ বিভাগ জনদাবীর গুরুত্ব বিবেচনা করে অক্সিজেন - হাটহাজারী মহাসড়ক সম্প্রসারনের উদ্যোগ গ্রহন করে। এজন্য প্রয়োজনীয় জায়গা সরকার অধিগ্রহণ করে। ইতিমধ্যে সরকারের অধিগ্রহণ কৃত জায়গার নিয়মানুযায়ী ক্ষতিপূরন ও প্রদান করা হয়েছে। ক্ষতিপুরন প্রদানের পর সওজ অধিগ্রহণ কৃত জায়গায় স্থাপিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন। সওজ বিভাগের দাবি অধিগ্রহনকৃত জায়গায় স্থাপিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করার পরও কেউ কেউ নিজেদের স্থাপনা স্ব উদ্যোগে সরিয়ে নেয়নি। তাই জনস্বার্থে সড়ক সম্প্রসারনের লক্ষ্যে অধিগ্রহণকৃত জায়গার স্থাপনায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান,রবিবার সকালের দিকে পৌরসভার বাস স্টেশনের দক্ষিণ পাশের মরা ছড়া খাল সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পর্যায়ক্রমে অধিগ্রহণকৃত সব জায়গার স্থাপনাই উচ্ছেদ করা হবে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin