সুমন পল্লব হাটহাজারীঃ হাটহাজারীতে নূরানী তা,লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর পক্ষ থেকে শিক্ষক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা দুইটার দিকে অনুষ্ঠিত কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী কালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড,আ ফ ম খালিদ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বিশুদ্ধ কোরআন তিলোয়াত শিক্ষা দিতে সারাদেশের নূরানী বোর্ডের আওতাধীন মাদ্রাসা সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ৮৮ হাজার গ্রামের ২৬ হাজার মাদ্রাসায় প্রায় ৪০ লাখের মতো শিক্ষার্থী রয়েছে। এইসব কচিকাঁচা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। যারা ন্যায় ভিত্তিক সমাজ ও রাস্ট্র পরিচালনার মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে তুলবে। তিনি দেশের আলেম ওলামাদের মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের আস্তা অর্জন করার করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের আলেম ওলামাদের উপর মানুষের অগাদ বিশ্বাস ও আস্থা রয়েছে। এই আস্থা আরো গভীর ও সুদৃঢ় করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ৩শ সংসদীয় আসনে আলেমদের পক্ষ থেকে প্রার্থী দিতে পারলে অন্তত ৫০ জন নির্বাচিত হবে। নির্বাচিতদের পক্ষ থেকে কয়েক জন মন্ত্রী হবে। আলেম ওলামাদের প্রতিনিধি মন্ত্রী হলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমী। এতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের মহাসচিব মাওলানা মুফতি জসিম উদ্দীন (দাঃবাঃ)। মাওলানা সলিমুল্লাহ খান ও মাষ্টার শফিকুল ইসলাম এবং মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, ওসি আবু কাউসার মাহমুদ হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জমির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আনিস, হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মুহাম্মদ ইউনূস, মাওলানা আবুল হাসান, মাওলানা ওসমান শাহনগরী প্রমূখ। সবশেষে বোর্ডের চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমীর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin