সুমন পল্লব,হাটহাজারী : হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মো.সাজ্জাদ (২৫) নামের এক বাইক আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারী কুল রাস্তার মাথায় হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে বর যাত্রী নিয়ে মোটরসাইকেল সহকারে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলিতরা। বর যাত্রীর বহর উল্লেখিত স্থান অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে পাশাপাশি চলা আরেকটি বাইকের সাথে ধাক্কা খেয়ে রং সাইডে গিয়ে সাজ্জাদের বাইকটি (চট্ট মেট্টো ল-১৬৯৯৮১) একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে বাইক আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। একি ঘটনায় গুরুতর আহত হয় সাথে থাকা আরো দুই ব্যক্তি। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে রেফার করেন।ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের এসআই শাহেদ জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে তারা ঘটনাস্থলে এসেছেন। এছাড়া তাৎক্ষণিক ভাবে গুরুতর আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin