হাটহাজারীতে মহাসমারোহে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

IMG 20250511 WA0047

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

সুমন পল্লব,হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে ও সারা দেশের মত বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের জীবনের ত্রি স্মৃতি বিজরিত পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা গতকাল রবিবার ( ১১ মে) মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এই দিনের একই তিথিতে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্ম গ্রহন করেন, বোধিজ্ঞান লাভ করেন এবং মহাপরিনির্বান লাভ করেন। বৌদ্ধ জাতির প্রধান ধর্মীয় উৎসব এই বুদ্ধ পূর্ণিমাকে জাতিসংঘ আন্তর্জাতিক বেসাব ডে ঘোষণা করেছে। পবিত্র বৌদ্ধ পূর্ণিমার দিন ২৫৬৮ বুদ্ধবর্ষ কে বিদায় ও ২৫৬৯ বুদ্ধ বর্ষকে সারা বিশ্বের বৌদ্ধ জনগোষ্ঠী আনুষ্ঠানিক ভাবে বরেছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হাটহাজারী উপজেলার আওতাধীন চৌদ্দটি বৌদ্ধ মন্দিরে / বিহারে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল , ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় , এরপর ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয়, ধর্মীয় ও সংগঠন পতাকা উত্তোলন, বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা, বুদ্ধ প্রকিবিম্বে স্নান করানো, বুদ্ধপূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহন, ভিক্ষুসংঘের মধ্যহ্ন ভোজ, শীল গ্রহনকারীদের ভোজন, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক ধর্মীয় আলোচনা সভা, আলোক সজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, পূজা উৎসর্গ, সমাজ, দেশ, জাতির কল্যান ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা। উপজেলার আওতাধীন বৌদ্ধ বিহার/ মন্দির/ প্যগোডায় যথাক্রমে মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার , মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার,বালুখালী জগৎজোতি বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন আরিয় ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা গৌবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা / মন্দিরে এ দিন ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয় । প্রত্যেক বিহারে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় স্ব স্ব বিহারের অধ্যক্ষ গন সভাপতিত্ব করেন

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ