হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

received 1196385035548818

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

সুমন পল্লব, হাটহাজারী : হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মিসকা মান্নান নিসা (০৮) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিসা ওই এলাকার মৃত আবদুল মন্নানের শিশু কন্যা।সে চন্দ্রপুর তা’লীমুল কুরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো। সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরের দিকে ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে আশেপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে। দীর্ঘক্ষণ পর পাশের ওই পুকুরে নিসাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানা আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন। একই এলাকার প্রতিবেশী রাশেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু নিসার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মাত্র ৪০ দিন পূর্বে নিহত নিসার বাবা আবদুল মন্নানের অসুস্থতা জনিত কারনে মৃত্যু হয়।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises