

সুমন পল্লব,হাটহাজারী: ফতেপুরে সমাজ থেকে মাদক নির্মুলের প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন গাজী সমাজসেবা ফোরাম
ফতেপুর ৪নং ওয়ার্ডের উত্তর বুধা গাজীর বাড়ী সংলগ্ন মাঠে শুক্রবার ১৩ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় উপদেষ্টা ও বিএনপি নেতা মোহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেরিন সায়েন্স এন্ড পিশারিস বিভাগের সাবেক ডিন প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর চবি ও ফতেপুর শান্তি শৃঙ্খলা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ কুরবান আলী, সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন, সহকারী প্রক্টর প্রফেসর মোহাম্মদ সাঈদ, এছাড়াও অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সোহেল, আবু নাসের ইমু, জাহাঙ্গীর আলম কোম্পানি, মোহাম্মদ আনিসুল ইসলাম আনিস, আমির খসরু সবুজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ শামিম উদ্দিন, মোরশেদ রানা প্রমুখ। এসময় সভাপতি মোহাম্মদ শাহেদ, সম্পাদক মোহাম্মদ রাশেদুল করিম সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
